ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, আহত ২

আরটিভি নিউজ

রোববার, ২৪ ডিসেম্বর ২০২৩ , ০৮:৫৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়াসহ দুই কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। 

বিজ্ঞাপন

রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে নগরীর নিউ সাকুর্লার রোডে দুই কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ করেন প্রার্থী সালাহউদ্দিন রিপন।

আহতরা হলেন আরিফ খান ও নাজমুল হোসেন। তাদের বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

হামলার শিকার নাজমুল হোসেন অভিযোগ করে বলেন, তিনি ও আরিফসহ নারী কর্মীরা ট্রাক প্রতীকের সমর্থনে নগরীর ফরেস্টার বাড়ি এলাকায় প্রচারণা করেন। বিকেলে পৌনে চারটার দিকে নিউ সার্কুলার রোডে হার্ট ফাউন্ডেশনের কাছে পৌঁছালে ছাত্রলীগ নেতা পরিচয়ধারী লিয়ন মারধর করেছে। এ সময় সঙ্গে থাকা নারীদের কটূক্তি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ছাত্রলীগ কর্মীর মারধরের শিকার নাজমুল ও আরিফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের হাসপাতালে দেখতে যান ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন। 

এ সময় সাংবাদিকদের কাছে অভিযোগ করে সালাহউদ্দিন রিপন বলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর কর্মীরা তার নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়াসহ দুজনকে মারধর করে আহত করেছে। এ ছাড়াও নগরীর ১৬ নম্বর ও ২১ নম্বর ওয়ার্ডের প্রচার মাইক বন্ধ করে দিয়েছে। নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে প্রচার মাইক ভাঙচুর করা হয়েছে। নগরীতে তাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় পুলিশ কমিশনারের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন এ স্বতন্ত্র প্রার্থী।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা রেজানুর রহমান লিয়ন অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। তিনি নৌকার নির্বাচনী সভায় রয়েছেন।

এ বিষয়ে পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, আমি অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে নির্দেশ দিয়েছি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |