ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন বিএনপি নেতা

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ , ১০:৪৬ পিএম


loading/img
বিএনপি নেতা গোলাম কিবরিয়া ওরফে রাঙা। ছবি : সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভিকনী সেতু এলাকার একটি সড়কের পাশ থেকে গোলাম কিবরিয়া ওরফে রাঙা (৩৭) নামের এক যুবক মোটরসাইকেলসহ রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার সন্ধ‍্যার দিকে ভিকনী সেতু এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় এবং প্রাথমিকভাবে গোলাম কিবরিয়া সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে জানান আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান। 
  
নিহত গোলাম কিবরিয়া পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার মামুদপুর চৈতাপাড়া গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে। তিনি মামুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।  
   
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে  কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গোলাম কিবরিয়া মোটরসাইকেল নিয়ে আক্কেলপুর পৌরশহরে আসেন। এরপর তিনি সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন গোলাম কিবরিয়াকে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। তারা তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে নিহতের বড় ভাই বাবু হোসেন ছুটি আসেন হাসপাতালে। 
    
নিহতের বড় ভাই বাবু হোসেন বলেন, স্থানীয় লোকজনের মারফতে জেনেছি, আমার ভাই মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ভিকনী সেতু এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে আমার ভাই মাথায় আঘাত পান। মাথায় গুরুতর আঘাতে রক্তক্ষরণে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয়দের। 

বিজ্ঞাপন

মামুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান বলেন, শুনেছি সড়ক দুর্ঘটনায় গোলাম কিবরিয়ার মৃত্যু হয়েছে। তিনি ৭ নম্বর ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কে. এম রিজভান আল জিহান বলেন, গোলাম কিবরিয়ার কপালের ডান পাশে ও ভ্রুতে ক্ষত চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 
  
শুক্রবার (২৯ ডিসেম্বর) আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় গোলাম কিবরিয়ার মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। স্বজনদের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |