• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

নড়াইলে ভাষা সৈনিক রিজিয়া খাতুন মারা গেছেন

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২৪, ১৮:৪৭
ভাষা সৈনিক রিজিয়া খাতুন। ছবি : সংগৃহীত

নড়াইলে ভাষা সৈনিক রিজিয়া খাতুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি ছেলে রাসেল নিশ্চিত করেছেন।

ভাষা সৈনিক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রিজিয়া খাতুন নড়াইল শহরের, মহিষখোলা এলাকার মরহুম অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের স্ত্রী। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর পর রিজিয়া খাতুনের কফিনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পুস্পার্ঘ্য অর্পণ করেন।

বাদ আসর জানাযা শেষে নড়াইল শহরের আলাদাতপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকার নুর জালালের কন্যা রিজিয়া খাতুন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের একজন অগ্রজ সৈনিক ছিলেন। তিনিসহ ১০-১৫ জন মিলে শহরের তৎকালীন কালিদাস ট্যাংক (বর্তমান টাউনক্লাব) এর পাশে প্রথম শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে দুপক্ষের সংঘর্ষ, বৃদ্ধ খুন 
নড়াইলে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা
নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
নড়াইলে টাস্কফোর্স কমিটির অভিযান, ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা