নড়াইলে ভাষা সৈনিক রিজিয়া খাতুন মারা গেছেন

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪ , ০৬:৪৭ পিএম


নড়াইলে ভাষা সৈনিক রিজিয়া খাতুন মারা গেছেন
ভাষা সৈনিক রিজিয়া খাতুন। ছবি : সংগৃহীত

নড়াইলে ভাষা সৈনিক রিজিয়া খাতুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় তিনি মারা যান। 

তার মৃত্যুর বিষয়টি ছেলে রাসেল নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

ভাষা সৈনিক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রিজিয়া খাতুন নড়াইল শহরের, মহিষখোলা এলাকার মরহুম অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের স্ত্রী। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর পর রিজিয়া খাতুনের কফিনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পুস্পার্ঘ্য অর্পণ করেন।

বাদ আসর জানাযা শেষে নড়াইল শহরের আলাদাতপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকার নুর জালালের কন্যা রিজিয়া খাতুন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের একজন অগ্রজ সৈনিক ছিলেন। তিনিসহ ১০-১৫ জন মিলে শহরের তৎকালীন কালিদাস ট্যাংক (বর্তমান টাউনক্লাব) এর পাশে প্রথম শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission