নড়াইল আইনজীবী সমিতির সভাপতি লিটু, সম্পাদক তুহিন

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ , ০৭:৪৭ পিএম


নড়াইল আইনজীবী সমিতির সভাপতি লিটু, সম্পাদক তুহিন
ছবি : আরটিভি

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ বিএনপি সমর্থিত প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান লিটু ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার ৬৮ ভোট পেয়েছেন। বিএনপি সমর্থিত অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহিন ৮৪ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইসরাফিল খবির রাজু পেয়েছেন ৬০ ভোট। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সমিতি ভবন মিলনায়তনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ ফলাফল ঘোষণা করেন।

জানা যায় সহসভাপতি পদে বিএম মতিউর রহমান, সহসাধারণ সম্পাদক পদে মো. টুটুল শিকদার, গ্রন্থাগার সম্পাদক পদে মো. ইমরুল হাসান সনেট, নির্বাহী সদস্য’র পাঁচ পদে নাজাতুন নেছা মুক্তি, মো. জাহিদুল ইসলাম প্রিন্স, মিলিনা খানম মিলি সিদ্দিক, মো. শিমুল ফকির ও এসএম ইকবাল হোসেন নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ বলেন, মোট ১৫৪ ভোটারের মধ্যে ১৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন। এক পর্যায়ে নির্বাচন উৎসবে রুপ নেয়।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission