টানা শৈত্যপ্রবাহে কুড়িগ্রামের জনজীবন বিপর্যস্ত

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪ , ০৪:৪২ পিএম


টানা শৈত্যপ্রবাহে কুড়িগ্রামের জনজীবন বিপর্যস্ত
ছবি : আরটিভি

কুড়িগ্রামে কয়েক দিনের টানা শীতের প্রভাবে মানুষের দুর্ভোগ কমছে না। মাঘের এ হাড় কাঁপানো শীতে নাজেহাল হয়ে পড়েছে জেলাবাসী। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস জানায়, সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং পরে তা আরও কমে সকাল ৯টায় দাঁড়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। ফলে জেলায় আজও মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

কিন্তু দুপুরের পর সূর্যের দেখা মিললে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি দেখা যায়। তবে রোদের উত্তাপ তেমন না থাকায় ঠান্ডা রয়েই গেছে।

বিজ্ঞাপন

এদিকে বৃহস্পতিবারও মৃদু শৈত্যপ্রবাহের কারণে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ ঘোষণা করে জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ। 

অন্যদিকে, প্রচণ্ড ঠান্ডায় বিঘিন্ত হচ্ছে চলতি বোরো মৌসুমের আবাদের প্রস্তুতি। কৃষকরা বোরো বীজতলা নিয়ে শংকিত রয়েছেন। জেলার ৯ উপজেলার অনেক এলাকায় দীর্ঘ ৬ দিন যাবত ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহসহ ঠান্ডার কারণে বীজতলায় হলুদ বর্ণ ধারণ করেছে।

এ ছাড়াও আলু খেতের গাছের গোঁড়ায় লেট ব্লাইট রোগের আক্রমণ হওয়ায় গোড়া পচন ধরে গিয়ে চিন্তায় ফেলেছে কৃষকদের। 

বিজ্ঞাপন

সদরের কাঁঠালাবাড়ি এলাকার আলু চাষি আব্দুর রহিম জানান, শীতের ঘন কুয়াশা ও হিমের কারণে আলুর গোড়া পচনে ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে আমরা চেষ্টা করছি কীভাবে এ রোগ থেকে খেত রক্ষা করা যায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত জানান, আমরা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি। এদিকে অতিরিক্ত ঠান্ডার প্রকোপে নিম্ন আয়ের খেটে খাওয়া অনেক মানুষ প্রচণ্ড কুয়াশা ও শীতকে উপেক্ষা করে জমিতে কাজে যাচ্ছেন। টানা শৈত্যপ্রবাহে ঘরে কয়েক দিন ধরে থাকায় ও কাজে যেতে না পেরে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে এসব মানুষ। উপায়ন্তর না দেখে তারা জমিতে কাজ করতে যাচ্ছেন।

শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসন থেকে শীতবস্ত্র বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা অনেক কম বলে অভিযোগ শীতার্ত মানুষের। জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ জানান, ইতোমধ্যে সরকারিভাবে ৬৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। শিশুদের জন্য আলাদা শীতের কাপড়সহ শুকনো খাবারও দেওয়া হয়েছে।

তিনি বলেন, বেসরকারিভাবেও অনেকেই শীতবস্ত্র বিতরণ করছেন। সম্প্রতি ৪টি সংসদীয় আসনে নির্বাচিত এমপিদের বরাদ্দ একহাজার করে ৪ হাজার কম্বল এসেছে। তা তাদের পরামর্শ ও নির্দেশনা মোতাবেক ৯ উপজেলায় বণ্টন করা হবে বলেও জানান তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission