ঢাকা

ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪ , ০৮:০০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জে ড্রাম ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ-সয়দাবাদ-ঢাকা মহাসড়কের পাইকপাড়া ঠাকুরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদরের রামগতি গ্রামের শাহ জালালের ছেলে মোটরসাইকেলচালক শুভ (২০) ও একই এলাকার মুন্নাফ শেখের ছেলে স্বপন শেখ (২০)।

বিজ্ঞাপন

সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস জানান, মোটরসাইকেলে করে শুভ ও স্বপন সয়দাবাদের দিকে যাচ্ছিলেন। বিকেল তিনটার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছলে মুলিবাড়ী থেকে সিরাজগঞ্জ শহরগামী ড্রাম ট্রাকটি তাদের চাপা দেয়। এতে দুজনেই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রাম ট্রাকটি জব্দ করেছে। তবে এর চালক পালিয়ে গেছে।


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |