• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাদারীপুরের দুই ‍যুবকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৪
মাদারীপুর, দুই ‍যুবকের মৃত্যু
ছবি : সংগৃহীত

অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাদারীপুরের দুই যুবক মারা গেছেন নিহতরা হলেন, রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম স্বরমঙ্গল গ্রামের ইউসুফ আলী শেখের ছেলে মামুন শেখ (২০) একই ইউনিয়নের সেনদিয়া গ্রামের সুনীল বৈরাগীর ছেলে সজল বৈরাগী (২৫)

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ওই দুই যুবকের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম

পারিবারিক স্থানীয় সূত্রে জানা যায়, লিবিয়ায় পৌঁছে বুধবার (১৪ ফেব্রুয়ারি) একটি ইঞ্জিনচালিত নৌকায় তারা ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন পথে তিউনিসিয়ার ভূমধ্যসাগরে নৌকার তলা ফেটে যায় এতে মামুন সজলসহ বেশ কয়েকজন মারা যান

পরে খবর পেয়ে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করে দেশটির কোস্টগার্ড অভিযোগ পাওয়া যায়, ৩২ জন ধারণক্ষমতার নৌকায় ৫২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে রওয়ানা দিয়েছিল নৌকাটি

নিহত মামুন শেখের বড় ভাই সজিব শেখ বলেন, অতিরিক্ত যাত্রী বোঝাই করে ইঞ্জিনচালিত নৌকায় লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে দুর্ঘটনা ঘটেসরকারিভাবে মরদেহ দুটি দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি

নিহত সজল বৈরাগীর বাবা সুনীল বৈরাগী বলেন, নৌকাডুবিতে প্রাণে বেঁচে যাওয়া একজন ফোন করে মামুন সজলের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি বলেন, জমি, গরু বিক্রি করে, লোন করে ১৫ লাখ টাকা দিয়ে ছেলেকে ইতালি যাওয়ার জন্য পাঠাই কিন্তু আমাদের সেই স্বপ্ন সত্যি হলো না সব স্বপ্ন সাগরে শেষ হয়ে গেলো আমরা একেবারে পথে বসে গেছি এখন আমরা কী করবো? আমার ছেলে গেলো, সঙ্গে আমাদের সব শেষ হয়ে গেলো

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার তিনি বলেন, দালালের মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে দুর্ঘটনা ঘটেছে বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিককে স্বামী হিসেবে না পেয়ে কিশোরীর আত্মহত্যা
মাদারীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে যুবককে কুপিয়ে হত্যা
শিবচরে বিএনপি নেত্রীর বাসায় দুর্ধর্ষ চুরি
শিবচরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ