যশোর সদর উপজেলার কচুয়া দিয়াপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কাজী নাইমুর রহমান হিমেল নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে প্রতিপক্ষের সঙ্গে বিবাদের সময় খুন হন তিনি।
নাইমুরের স্ত্রী তামান্না রহমানের দাবি, তার স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
বিজ্ঞাপন
নিহতের মা লুৎফুন নাহার জানান, জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষ হিমেলকে এর আগেও কয়েকবার মারপিট করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার দাবি করেন তিনি।
যশোর কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে পুলিশ।
তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।