কালকিনিতে জিহাদের বাড়িতে শোক
ঢাকার বেইলি রোডে আগুনে পুড়ে মারা যাওয়া জিহাদ শিকদার (১৯) পরিবারে চলছে মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। শেষবারের মতো তাকে দেখতে ভিড় করছেন এলাকার মানুষ।
জিহাদের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের আলিমাবাদ গ্রামে। তিনি ওই গ্রামের জাকির শিকদারের ছেলে।
স্থানীয়রা জানান, তিন বছর আগে জিহাদ শিকদার পরিবারের হাল ধরতে ঢাকার বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে কাজ নেন। তার আয়ে চলতো তাদের সংসার।
এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, জিহাদের মৃত্যুতে সমবেদনা জানানোর ভাষা নেই। তার পরিবার থেকে কোনো সহযোগিতা চাওয়া হলে সবসময় পাশে থাকবে প্রশাসন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডে গ্রিন কজি কটেজ ভবনে অগ্নিকাণ্ড ঘটে। এতে নারী-শিশুসহ ৪৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪১ জনের মরদেহ শনাক্ত হয়েছে। পরিচয় নিশ্চিত হয়ে হস্তান্তর করা হয়েছে ৩৮টি মরদেহ।
মন্তব্য করুন