• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ব্র্যাককর্মীর মৃত্যু

শেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ মার্চ ২০২৪, ২৩:৫৪
বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ব্র্যাককর্মীর মৃত্যু
ছবি : সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক ব্র্যাককর্মী নিহত হয়েছেন। তার নাম মোস্তাফিজুর রহমান।

সোমবার (২৫ মার্চ) উপজেলার নলজোড়া বাজারে বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরচাপায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের জামান সরকারের ছেলে।

তিনি ব্র্যাকের নালিতাবাড়ী উপজেলার তিনানী বাজার শাখার কর্মী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া।

তিনি জানান, ব্র্যাককর্মী মোস্তাফিজুর আজ সকালে তিনানী বাজার থেকে মোটরসাইকেলে নালিতাবাড়ী যাচ্ছিলেন। নলজোড়া বাজার এলাকায় একটি বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টর ওই মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মোস্তাফিজুরকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোগাই নদীতে ডুবে প্রাণ গেল ২ শিক্ষার্থীর 
সাংবাদিক হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার দস্তগীর গ্রেপ্তার
শেরপুরে মাদক বিক্রির অভিযোগে ছাত্রদল নেতাকে অব্যাহতি
জিআই স্বীকৃতি পেল শেরপুরের ছানার পায়েস