শেরপুরে ২১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ

আরটিভি নিউজ

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ , ০৫:২৮ পিএম


শেরপুরে ২১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ
ছবি: সংগৃহীত।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া বাজারের পূর্ব পাশে অভিযান চালিয়ে আনুমানিক ২ হাজার ১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ করেছে বিজিবি।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবদুল আওয়ালের নেতৃত্বে ভোরের দিকে অভিযান চালানো হয়। সাদা রঙের একটি ফ্রিজিং গাড়ি দেখতে পেয়ে টহল টিম তাদের কাছে পৌঁছানোর আগেই চালকসহ ৪-৫ জন গাড়ি ও মাংস রেখে পালিয়ে যান।

বিজ্ঞাপন

পরে গাড়ি ও জব্দ মাংস হলদিগ্রাম ক্যাম্পে নিয়ে আসে বিজিবি।

হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল গণমাধ্যমকে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকয় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানে ব্যবহৃত গাড়ি ও মাংস জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জব্দ মাংস প্রাণিসম্পদ দপ্তরে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission