• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ মার্চ ২০২৪, ১৯:৩৭
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত
মো. এমরাজ হোসেন সুমন। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. এমরাজ হোসেন সুমন (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় শুক্রবার (২৯ মার্চ) বেলা ১১টায় আফ্রিকার বেস্ট এরিয়ার ফালগুজ এলাকায় এ ঘটনা ঘটে।

এমরাজ হোসেন ফেনীর দাগনভূঞা পৌরসভার জগৎপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।

নিহতের স্বজনরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, শুক্রবার সকালে সুমনের দোকানে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক এমরাজ হোসেন সুমনকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা আরও জানান, ১০ বছর আগে এমরাজ জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন। সেখানে বেস্ট এরিয়ার ফালগুজ এলাকায় একটি স্টেশনারি ও মুদিদোকানে কাজ করতেন তিনি। পরিবারে তার ৫ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

তার মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে দাগনভূঞা উপজেলার ইউএনও নিবেদিতা চাকমা বলেন, নিহতের মরদেহ দেশে আনার জন্য সার্বিক সহায়তা করা হবে। এ ছাড়া পরিবারের জন্য সরকার নির্ধারিত সহযোগিতা যেন খুব দ্রুত পাওয়া যায় সেই ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত স্বর্ণের খনিতে শতাধিক শ্রমিকের মৃত্যু
চমক দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড ঘোষণা দক্ষিণ আফ্রিকার
বিজয় সরণিতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত