প্রতিবছরের মতো এবারও মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে গঙ্গাস্নানের আয়োজন করেছে অন্নপূর্ণা সেবা সংঘ।
মঙ্গলবার (১৬ এপ্রিল) ভোর ৬টায় স্নান করতে জেলা শহরের বেউথা ঘাট এলাকায় ভিড় করেন বিভিন্ন এলাকার হাজারে পুণ্যার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, সাবেক ভারপ্রাপ্ত মেয়র সুদেব কুমার সহা, পৌর কাউন্সিলর উজ্জ্বল হোসেন, অন্নপূর্ণা সেবা সংঘের সভাপতি দিলীপ কুমার রাজবংশী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি দীপক ঘোষ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন খান, পৌর আওয়ামীলীগের সহসভাপতি জাফর শেখ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম বিশ্বাস টুটুল, বেউথা মুকুল ফৌজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।