ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল শুরু

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ , ১১:৪২ এএম


loading/img
ছবি: সংগৃহীত।

ঘন কুয়াশার কারণে নয় ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল শুরু করেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জানুয়ারি) বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই পদ্মা-যমুনা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বেড়ে নৌপথ দৃষ্টিসীমার বাহিরে চলে গেলে ফেরি চালানো খুবই ঝুকিপূর্ণ হয়ে পড়ে। নৌপথের দুর্ঘটনা এড়াতেই কর্তৃপক্ষ বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথের ফেরি চলাচল বন্ধ করে দেয়।

বিজ্ঞাপন

মানিকগঞ্জের আরিচা ঘাট থেকে পাবনার কাজিরহাটে যাওয়ার পথে যমুনা নদীর মাঝখানে ফেরি চিত্রা এবং কাজিরহাট থেকে আরিচা আসার পথে ফেরি খানজাহান আলী যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করে থাকে।

ঘন কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ১০টায় আরিচা-কাজিরহাট নৌপথে এবং বেলা পৌনে ১১টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল শুরু হয়।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |