কুষ্টিয়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ০৫:২৬ পিএম


কুষ্টিয়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
ছবি : আরটিভি

কয়েকদিন ধরে অসহনীয় তাপদাহে পুড়ছে দেশ। তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য আহাজারি করছে কুষ্টিয়াবাসী। বৃষ্টির প্রত্যাশায় ইসতিসকার নামাজ আদায় করেছে মুসল্লিরা। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯টায় কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামের খড়িলার বিলে খোলা আকাশের নিচে এ নামাজ শেষে বৃষ্টির জন্য দোয়া করা হয়। বিশেষ দোয়াতে মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের পাপের জন্য অনুতপ্ত ও ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য আহাজারি করেছেন মুসল্লিরা।

এতে ইউনিয়নের বল্লভপুর, রসুলপুর, ভবানীপুর, জোতমোড়া ও বরইচারা গ্রামের প্রায় ৩ শতাধিক মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

নামাজ ও বিশেষ দোয়া পরিচালনা করেন রসুলপুর মাদরাসার হেফজ্বখানার শিক্ষক মাওলানা মুফতি নাসির উদ্দিন আল ফরিদী ও বল্লভপুর জিকে জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মো. রবিউল ইসলাম।

এর আগে সোমবার সকালে কুষ্টিয়ার কুমারখালীতে বৃষ্টির প্রত্যাশা করে দুই শতাধিক মুসল্লি ইসতিসকার নামাজ আদায় শেষে বিশেষ দোয়া করেন। 

প্রসঙ্গত, কালবৈশাখীর মৌসুমেও প্রায় এক মাস বৃষ্টির দেখা নেই। নদী-নালা, খাল-বিল, পুকুর শুকিয়ে গেছে। পানির স্তর নেমে যাওয়ায় পানি উঠছে না অগভীর নলকূপ ও সেচ পাম্পে। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। পেটের দায়ে যারা কাজ করতে বের হচ্ছেন তারা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। শিশুরাসহ বিভিন্ন বয়সের মানুষ ডায়রিয়াসহ গরমজনিত রোগে আক্রান্ত হচ্ছেন।

বিজ্ঞাপন

কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মামুনুর রশিদ জানান, সকালে ৩৩ থেকে ৩৫ ডিগ্রি তাপমাত্রা থাকছে। বিকেল ৩ টার দিকে তা বেড়ে ৩৯ থেকে ৪০ ডিগ্রি পার হয়ে যাচ্ছে। তিনি বলেন, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই পূর্বাভাসে।

বিজ্ঞাপন


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission