ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

কুয়াকাটায় ১ কোরাল বিক্রি হলো ৩৩ হাজারে

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১:৫১ পিএম


loading/img
ছবি : আরটিভি

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজি ২৫০ গ্রাম ওজনের এক কোরাল মাছ। যা উন্মুক্ত ডাকের মাধ্যমে কুয়াকাটা পৌর মৎস্য বাজারে বিক্রি হলো ৩২ হাজার ৭৫০ টাকায়।

বিজ্ঞাপন

জেলের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার (২৩ এপ্রিল) কুয়াকাটা বাবলাতলা এলাকার জেলে রাসেল তার ট্রলার নিয়ে গভীর সমুদ্রে গেলে বলেশ্বর নদীর সাগর মোহনায় মঙ্গলবার রাত ২টার দিকে বিশাল কোরালটি ধরা পড়ে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা নাগাদ কুয়াকাটা পৌর মৎস্য মার্কেটে উন্মুক্ত ডাকের মাধ্যমে কুয়াকাটা ফিশ পয়েন্টের পরিচালক মো. নাসির উদ্দিন মাছটি কেনেন।

এ বিষয়ে ফিশ পয়েন্টের পরিচালক মো. নাসির বলেন, সচরাচর এত বড় মাছ পাওয়া যায় না। দুপুরে মাছটি মার্কেটে আসার পর ১২৫০ টাকা কেজি দরে কিনি।

বিজ্ঞাপন

জেলে মো. রাসেল বলেন, অনেক দিন মাছ পাই না। ভাগ্য সহায় বলেই এত বড় মাছ আল্লাহ দিয়েছে। অনেক লোক ক্রয় করতে চেয়েছে, পরে কুয়াকাটা মার্কেটে ১২৫০ টাকা কেজি দরে বিক্রি করেছি।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. বাইজিদ বলেন, অনেকদিন পরে এত বড় মাছ বাজারে এলো। ডাকের মাধ্যমে বিক্রি হলো। ভালোই লাগলো এত বড় মাছ দেখে।

এ বিষয় কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নদ-নদী এবং সাগরে বিভিন্ন মাছ পাওয়া যায়। সবসময় বড় মাছ ধরা পড়ছে না। সামুদ্রিক কোরাল এর চেয়েও বড় হয়।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |