ঢাকা

ব্যালটে ভুল প্রতীক, কুটি ইউপিতে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৮ এপ্রিল ২০২৪ , ০৫:৫১ পিএম


loading/img
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যালট পেপারে ভুল প্রতীক থাকায় মাঝপথে স্থগিত হলো চেয়ারম্যান পদে নির্বাচন।  

বিজ্ঞাপন

রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকেল ৪টার পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। তবে দুপুর ২টার দিকে বরাদ্দকৃত প্রতীক নেই ব্যালট পেপারে, নির্বাচন স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবি এক প্রার্থীর এমন নির্বাচনের ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে শুধুমাত্র চেয়ারম্যান প্রার্থীদের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে বাকি সাধারণ সদস্য পদে ও মহিলা সংরক্ষিত পদের প্রার্থীদের ভোট গ্রহণ চালু ছিল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার মুক্তার জানান, এক প্রার্থীর ব্যালট পেপার ভুল প্রতীক মুদ্রণ হওয়ায় শুধুমাত্র চেয়ারম্যান প্রার্থীদের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। 

বিজ্ঞাপন

নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য পদে ও মহিলা সংরক্ষিত পদসহ মোট ৫৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার চারশত ৩৫ জন। মোট ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |