• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

বস্তা থেকে বের হচ্ছিল দুর্গন্ধ, মিলল স্কুলছাত্রীর মরদেহ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ মে ২০২৪, ০৯:০৯
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে স্বপ্না আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ মে) বিকেলে নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কদমতলীর একটি পরিত্যক্ত জায়গা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্বপ্না আক্তার সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। সে আদমজী এমডব্লিউ স্কুলের ৮ম অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

এলাকাবাসী জানান, নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কদমতলীর একটি পরিত্যক্ত একটি স্থানে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায় এবং সেটি থেকে বিকট গন্ধ আসতে থাকে। একপর্যায়ে স্থানীয়রা বস্তাটি খুলে একটি মরদেহ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে সিদ্ধিরগঞ্জ থানার একটি টিম গিয়ে স্বপ্নার মরদেহ উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শওকত জামিল বলেন, কদমতলী এলাকার একটি পরিত্যক্ত জায়গাতে ফেলে রাখা ওই বস্তা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বস্তাটি খুলে এক স্কুলছাত্রীর মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি থানায় জানালে আমি ঘটনাস্থলে গিয়ে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনই বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত
রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ২ শিশুর মরদেহ উদ্ধার
সাড়ে ৪ মাস পর কবর থেকে তোলা হলো মরদেহ
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা