• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

সেনবাগে স্কাউটস সমাবেশ উদ্বোধন

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ মে ২০২৪, ২৩:২৬
আলহাজ্ব মোরশেদ আলম
ছবি : আরটিভি

নোয়াখালীর সেনবাগে অষ্টম উপজেলা স্কাউটস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ মে) বিকেলে সেনবাগ সরকারি ডিগ্রি কলেজ মাঠে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।

উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস সভাপতি জিসান বিন মাজেদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সদয় যুক্ত স্কাউটস সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও স্কাউটস সহসভাপতি মোস্তফা হোসেন, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা স্কাউটস সম্পাদক সফিকুজ্জামান সীমু। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস কমিশনার এ এন এম শহীদ উল্যাহ, অধ্যক্ষ আমিরুজ্জামান, স্কাউটস সহসভাপতি রোকেয়া বেগম, যুগ্ম সম্পাদক আবুল বাশার,সহকারী কমিশনার নূর হোসাইন সুমন, স্কাউটস লিডার মনোয়ার হোসেন, কাব লিডার জিয়াউর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। আগামী ৭ মে মহা তাবু জলসার মধ্য দিয়ে সমাবেশটি সমাপ্ত হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ১৩ বান্ডেল জাল ডলার ও টাকা জব্দ
ভাবিকে খুন করে তাবলিগে আত্মগোপন, এরপর যা ঘটল
নোয়াখালীতে ছাত্র-জনতার ওপর হামলা, উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার
বিয়ে খেতে ঢাকায় এসেছিলেন ছাত্রলীগের সাবেক নেতা, অতঃপর...