বিরামপুর সীমান্তে স্বর্ণের বারসহ যুবক আটক
দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে ভারতে পাচারের সময় একটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
শুক্রবার (১০ মে) রাতে উপজেলার দক্ষিণ দাউদপুর কবিরাজপাড়া নামক স্থানে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটককৃত যুবক হারুন হোসেন উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামের বাসিন্দা।
শনিবার (১১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, বিরামপুর সীমান্ত দিয়ে স্বর্ণের বার পাচার করা হচ্ছে। পরে সেখানে গোপনে বিজিবি মোতায়েন করা হয়। একপর্যায়ে যুবককে তল্লাশি করে একটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৯ ভরি ১৫ আনা।
তিনি আরও বলেন, জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ১১ লাখ ৫৪ হাজার ১৪০ টাকা। আটককৃত যুবকের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। তাকে বিরামপুর থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লে. কর্নেল নাহিদ।
মন্তব্য করুন