• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

হ‌বিগ‌ঞ্জের লাখাইয়ে নারী শি‌ক্ষিকার মর‌দেহ উদ্ধার

হ‌বিগঞ্জ প্রতি‌নি‌ধি, আরটিভি নিউজ

  ১৩ মে ২০২৪, ০৮:৫৬
হ‌বিগ‌ঞ্জের লাখাইয়ে নারী শি‌ক্ষিকার মর‌দেহ উদ্ধার
রিবন রুপা দাস। ছবি : আরটিভি

হ‌বিগ‌ঞ্জের লাখাইয়ে এক নারী শিক্ষিকার বিষপানে মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার (১২ মে) বিকেলে রিবন রুপা দাস (৪০) নামের ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়।

রিবন রুপা দাস ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং লাখাই মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষক অজয় চন্দ্র দাশের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের।

স্থানীয়রা জানান, শিক্ষিকা রিবন রুপা দাসের মরদেহ নদীর পা‌শে প‌ড়ে ছিল। পরে পু‌লিশকে খবর দেওয়া হলে লাখাই থানা পুলিশ ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহের পাশে দুটি বিষের বোতল পেয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, বিষপানে তার মৃত্যু হয়েছে।

ওসি মো. আবুল খায়ের বলেন, রোববার ঘটনাস্থল থেকে রিবন রুশার দাশের মরদেহ উদ্ধার করার পর সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ওসি মো. আবুল খায়ের আরও বলেন, ওই শিক্ষিকার সঙ্গে থাকা ব্যাগ, মোবাইল ফোন, চেক বইয়ের পাতা ও ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। এ সময় দুটি বিষের বোতল পাওয়া গেছে। একটি ব্যবহৃত এবং অপরটি অব্যবহৃত অবস্থায় ছিল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষ
জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধা রুকিয়া 
লাখাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
লাখাইয়ে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন