ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করায় তাপস চন্দ্র সিং (১৭) নামে আরেক শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে হরিপুর উপজেলার নুকানী গ্রামে অমিন্দ্র চন্দ্র সিংয়ের বাড়িতে ঘটনাটি ঘটে।
এ নিয়ে পরীক্ষার ফল প্রকাশের ২৪ ঘণ্টার ব্যবধানে দুই জন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটলো। এর আগে রোববার (১২ মে) একই উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় মিতু আক্তার (১৫) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
তাপসের বাবা অমিন্দ্র চন্দ্র সিং বলেন, তাপস যাদুরানী উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল। পরীক্ষায় বায়োলজি বিষয়ে ফেল করে। বাবা-মা ও পাড়া-প্রতিবেশী এবং সহপাঠীদের মুখ দেখানোর লজ্জায় বাড়ির সকলের অগোচরে তার শয়ন ঘরের আড়ার সঙ্গে মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তাপস।
ইউনিয়ন চেয়ারম্যান হবিবর রহমান মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, পরীক্ষায় ফেল করায় লোক লজ্জায় তাপস আত্মহত্যা করেছে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।