চাঁদপুরে ইভটিজিং করায় ৩ যুবককে কারাদণ্ড
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দি উচ্চবিদ্যালয়ের তিন ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে জুম্মান পাঠান, সিয়াম ও মো. কাউছার নামে তিন বখাটে যুবককে এক মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ মে) দুপুরে ওই বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত।
কারাদণ্ডাদেশপ্রাপ্ত যুবক জুম্মান, সিয়াম ও কাউছার হামানকর্দি গ্রামের বাসিন্দা।
ইউএনও সাখাওয়াত জামিল সৈকত বলেন, হামানকর্দি উচ্চবিদ্যালয়ের তিন ছাত্রীকে উত্ত্যক্ত করা, অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন ও হুমকি দেওয়ার অপরাধে ওই গ্রামের তিন বখাটের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, স্কুলগামী মেয়েদের উত্ত্যক্ত করা ও নানাবিধ ভয়ভীতি প্রদর্শন সামাজিক ও ফৌজদারি অপরাধ। এ ধরনের অপরাধ থেকে সমাজকে রক্ষা করতে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। আশা করি অপরাধীরা সাজাভোগ শেষে আলোকিত জীবনে ফিরে আসবে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম, বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় জনগণসহ থানার পুলিশের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন