নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুরে উপজেলা চত্ত্বরে ২৮টি মাধ্যমিক স্কুল, ১০টি মাদরাসা ও ১টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩২২ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁ শাখার চেয়ারম্যান রুবিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ।
এ সময় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের পাশাপাশি বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে কৃতকার্য শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।