• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

জাল টাকার ব্যবসা করেন পুলিশ সদস্য, অতঃপর... 

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জুন ২০২৪, ২৩:৫৮
জাল টাকার ব্যবসা করেন পুলিশ সদস্য, অতঃপর... 
ছবি : সংগৃহীত

জাল টাকার বিপুল পরিমাণ নোটসহ সিলেটে পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। মঙ্গলবার নগরীর সুবিধবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১২ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন।

জানা যায়, গ্রেপ্তার মো. মহিদুল হক ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ঘোলঘাই গ্রামের বাসিন্দা। তিনি সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবল। মাস খানিক আগে পুলিশ লাইন থেকে পালিয়ে বেরিয়ে যান। মঙ্গলবার বিকেলে এপিবিএন-৭ সিলেটের কাছে খবর আসে কোরবানি ঈদে পশু কেনাবেচায় জাল টাকা ব্যবহারের উদ্দেশ্যে নগরের সুবিধবাজার মোড়ে কতিপয় লোক জড়ো হয়েছেন। খবর পেয়ে এপিবিএন-৭ সদস্যরা সুবিধবাজার ইবিএল ব্যাংকের সামনে গেলে টের পেয়ে দৌড়ে পালাবার চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল পদে কর্মরত বলে জানান।

এ বিষয়ে ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘এ ঘটনায় এপিবিএন-৭ সিলেটের এসআই মো. হুমায়ুন কবির বাদী হয়ে নগরীর কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

এসএমপির উপকমিশনার (সদর ও প্রশাসন) অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমদ বলেন, ‘কনস্টেবল মহিদুল হক সাময়িক বরখাস্ত ও নজরদারিতে থাকা অবস্থায় পালিয়ে যান। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত চলছিল। এর মধ্যে আবার এই ঘটনা ঘটাল। এখন বিধিমোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপরাধী পুলিশ সদস্যদের শাস্তি চায় ৭১.৫ শতাংশ মানুষ
লোহাগড়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
হাতকড়া পরা অবস্থায় আসামি ছিনতাই, পুলিশ সদস্যদের মারধর
রিমান্ডের আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৪ পুলিশ সদস্য আহত