• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

এক দুর্ঘটনায় ১০ কিলোমিটার যানজট

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুন ২০২৪, ১১:০৯
ছবি : আরটিভি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (১৪ জুন) সকাল ৬টার দিকে সড়কের পৌলি এলাকায় উত্তরাঞ্চলগামী লেনে একটি সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে যায়। পরে আরেকটি বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। ট্রাক ও বাসটি সরাতে সময় লাগে দেড় ঘণ্টা। এর মধ্যে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

এদিকে ওই দুর্ঘটনার প্রভাব পড়েছে পুরো সড়কে। টাঙ্গাইল বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম রাসেল জানান, সকালে সিমেন্ট বোঝাই ট্রাকটি সড়কে উল্টে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। ট্রাকটি সরাতে দেড় ঘণ্টা সময় লাগে। পরে যান চলাচল শুরু হয়। খুব তাড়াতাড়ি যানচলাচল স্বাভাবিক হবে। সড়কে ৭৬৫ জন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের
বাবা-ছেলেসহ একদিনেই সড়কে ঝরল ২০ প্রাণ
টাঙ্গাইলে বাবা-ছেলেসহ সড়কে প্রাণ গেল ৪ জনের
টাঙ্গাইলে বাসের চাপায় সিএনজিচালকসহ নিহত ২