• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

একই পরিবারের তিন শিশু নিখোঁজ, ফিরে পেতে বাবা-মায়ের আকুতি 

আরটিভি নিউজ

  ২২ জুন ২০২৪, ১২:০৬
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর কালামিয়া বাজারের জালাল কলোনি থেকে ৯ দিন ধরে একই পরিবারের তিন শিশু নিখোঁজ রয়েছেন। সন্তানদের হারিয়ে রিকশাচালক বাবা ও গৃহিণী মায়ের দুশ্চিন্তার শেষ নেই। সন্তানদের ছবি হাতে কাঁদতে কাঁদতে তাদের চোখের পানিও শুকিয়ে গেছে। সন্তানদের ফিরে পেতে দেশবাসীর কাছে আকুতিও জানিয়েছেন।

বুধবার (১৯ জুন) বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ সন্তানদের বাবা সফিক।

জানা গেছে, গত ১৩ জুন নগরীর কালামিয়া বাজারের জালাল কলোনির ভাড়া বাড়ি থেকে বের হয় তিন সন্তান। পরে আর ফিরে আসেনি ছেলে মো. ইয়াসিন (১১), বরকত আলী (৪) ও মেয়ে ফারজানা (৮)। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। এর আগে কয়েকবার হারিয়ে গেলেও তারা ফিরে আসছিল।

নিখোঁজ শিশুর বাবা মো. সফিক বলেন, আমরা সন্তানদের শহরের সব জায়গায় খুঁজছি। ৯ দিন ধরে কোথাও পেলাম না। পরে থানায় সাধারণ ডায়েরি করেছি।

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন গণমাধ্যমকে বলেন, তিন শিশু হারিয়ে যাওয়ার পর আমরাও খুঁজছি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
‘কথায় কথায় গুলি ছোড়া’ সাজ্জাদের সহযোগী গ্রেপ্তার 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটারে যানজট
নির্বাচন অফিসে তথ্য নিতে এসে রোহিঙ্গা নাগরিক আটক