• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

গোপালগঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জুলাই ২০২৪, ১২:৩৯
গোপালগঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের
ছবি : আরটিভি

গোপালগঞ্জে সাপের কামড়ে আলমগীর মুন্সী (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপেজলার গোবিন্দপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাড়ির পাশের মাঠে তাকে সাপে কাটে। পরে স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম।

নিহত আলমগীর মুন্সী গোপালপুর গ্রামের আজিজ মুন্সীর ছেলে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, আলমগীর মুন্সী দুপুর ৩টার দিকে স্থানীয় মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। পরে পরিবার খবর পায় তাকে সাপে কামড়িয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতালে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির চাকরি করতেন।

এ বিষয়ে ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বিষধর কোনো সাপ দংশন করেছে তাকে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কারাগারে
ঠিকাদারকে প্রকাশ্যে চড় মারলেন এসিল্যান্ড
গোপালগঞ্জে খাবার খেয়ে দুই শতাধিক শিশু-কিশোর হাসপাতালে ভর্তি
কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার