ঢাকা

চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

শনিবার, ০৬ জুলাই ২০২৪ , ১১:৪০ পিএম


loading/img
ছবি: আরটিভি

চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পরিবহন শ্রমিক ও সচেতন মহল। 

বিজ্ঞাপন

শনিবার (৬ জুলাই) দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ নেয়। এক পর্যায়ে পরিবহন চলাচল বন্ধ করে দেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে।

দীর্ঘ ১৯ বছরের টোল আদায় প্রক্রিয়া বন্ধের দাবি তোলে আন্দোলনকারীরা বলেন, সিএনজি অটো ঠেলে নিলেও তাদের টোল দিতে হয়। তাদের কাছে মানবতা বলতে কিছু নেই। বিভিন্ন সময়ে দাবি তোলার পরও টোল আদায় বন্ধ হচ্ছে না। এটা বন্ধের জোর দাবি জানান তারা। এ সময় শ্রমিক, চালকসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |