• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

বোনের বাড়িতে বেড়াতে এসে সড়কে প্রাণ হারালেন ভাই

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২৪, ১৭:৫৬
বোনের বাড়িতে বেড়াতে এসে সড়কে প্রাণ হারালেন ভাই
ছবি : সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় বোনের বাড়ি বেড়াতে এসে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারালেন সুলতান খান নামে ৭০ বছরের এক বৃদ্ধ।

রোববার (৭ জুলাই) সকালে শরণখোলা উপজেলার রায়েন্দা উত্তর কদমতলা মহিলা মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত সুলতান খানের বাড়ি বড়গুনা জেলার তালতলি উপজেলার নিদ্রা সকিনা গ্রামে।

তিনি গত ৭ দিন আগে শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামে বোন জামাই মো. তানজির মৃধার বাড়িতে বেড়াতে আসেন।

ঘটনার বিষয়ে তানজির মৃধার ভাই সবুর মৃধা বলেন, ‘আমার বেয়াই সুলতান খান সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে রায়েন্দা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বাংলাবাজারের দিক থেকে বেপরোয়া গতিতে দুটি ইজিবাইক একই দিকে যাওয়ার সময় এক গাড়ি আরেক গাড়িকে ওভারটেক করতে গেলে বেয়াইকে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় বেয়াই সুলতান খানের মাথা থেতলে যায় এবং হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। ঘাতক ইজিবাইক ড্রাইভার উপজেলার মৌরশী এলাকার তোজাম্বেল হোসেনের ছেলে শাকিল।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শরণখোলা থানার ওসি মো. কামরুজ্জামান।

তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
সাঁথিয়ায় ট্রাকচাপায় নিহত ৩
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার
নসিমন খাদে পড়ে প্রাণ গেল চালকের