• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

পোস্টার হাতে রাস্তায় একাই দাঁড়িয়ে প্রতিবাদ শিক্ষার্থীর  

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২৪, ১১:৩৭
পোস্টার হাতে রাস্তায় একাই দাঁড়িয়ে প্রতিবাদ শিক্ষার্থীর  
ছবি : আরটিভি

রাজশাহীতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে রাস্তায় এককভাবে দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করছে এক স্কুল শিক্ষার্থী।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৯টা থেকে প্রায় ১০টা পর্যন্ত নগরীর কাবিরগঞ্জ এলাকায় অবস্থিত শহীদ নাজমুল হক বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের রাস্তায় একটি পোস্টার হাতে নিয়ে অবস্থান নেন ওই ছাত্রী।

তার নাম কামারুন মনিরা। সে শহীদ নাজমুল হক বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যয়নরত। মূলত কোটা আন্দোলনকারীদের সমর্থন জানাতে রাস্তায় নামেন তিনি।

মনিরা জানান, কোটা বাতির দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। বিশেষ করে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছে ছাত্রলীগ। আমি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মনিরা আরও জানান, ‘স্বাধীন বাংলাদেশে কোটা প্রথার কোনো জায়গা থাকতে পারে না। মেধাবীরা মুক্তি না পেলে ভবিষ্যতে দেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে।’

এ সময় তার হাতে লেখা পোস্টারে দেখা যায়, ‘কোটা প্রথা, নিপাত যাক’, ‘মেধাবীরা মুক্তি পাক’।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের দুপক্ষের শোডাউনে আতঙ্কিত শিক্ষার্থীরা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
ঝাঁকুনিতে ট্রেনের দরজা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
চুয়াডাঙ্গায় সপ্তাহে ৫ দিন বাসে শিক্ষার্থীদের জন্য ‘হাফ ভাড়া’
গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, শিক্ষার্থী নিহত