• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

‘লাশ কিমা কিমা করে ফেলামু’, আনারকন্যা ডরিনকে হুমকি

আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২৪, ১৮:২৭
ফাইল ছবি

ভারতে গিয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমকে হুমকি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ডরিন।

পোস্টে তিনি বলেন, আজ ইমোতে ঝিনাইদহের কালীগঞ্জের মেয়র আশরাফুল আলমকে হত্যার হুমকি দিয়েছে, সেই সঙ্গে আমাকেও। সামাজিকমাধ্যম ইমোতে টেক্সট ম্যাসেজের মাধ্যমে এই হত্যার হুমকি দেওয়া হয়েছে। সঙ্গে একটি আগ্নেয়াস্ত্রর ছবিও দেওয়া হয়েছে।

ডরিন বলেন, ‘ওই ম্যাসেজে লেখা ছিল, ‘কিরে আশরাফুল ভালো হলি না, আনারের মতো কি ডরিনের লাশ কিমা কিমা করতে চাস। তুইও ভালো হয়ে যা, আর ডরিনকেও ভালো হয়ে যেতে ক, না হইলে দুজনের লাশ কিমা কিমা করে ফেলামু, বাদ যাবে না কিন্তু।’

এ বিষয়ে আনারকন্যা ডরিন গণমাধ্যমে বলেন, ‘এমন বার্তা দিয়ে তারা কী বোঝাতে চাচ্ছে। আমার বাবা হত্যার বিচার ও জড়িতদের ফাঁসি চাই। কোনো আসামি যেন বাংলার মাটি থেকে জামিন বা বের না হতে পারে।’

প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তিনি হত্যার হুমকিদাতাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

ডরিন বলেন, ‘জেলা ও উপজেলাসহ যেখানে গোটা বিশ্বের মানুষ এই হত্যার ঘটনা শুনেছে। আসামিরা জেলহাজতে রয়েছে। দুই দেশে তদন্ত চলছে। আমিসহ আমার পরিবার ডিএনএ টেস্ট করতে কলকাতা যাবো। এমন সময় হুমকি দিয়ে তারা আমাদের কী বোঝাতে চায় তারা। আমাদের হারানোর কিছু নেই।’

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ বলেন, ‘হুমকির ঘটনা ভুক্তভোগীদের মুখে শুনেছি। এ ঘটনায় তারা একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। খুব দ্রুতই হুমকিদাতাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুকুরে গোসলে নেমে ১ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
মেছো বিড়াল হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
মেছো বিড়াল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
কালীগঞ্জে ট্রাক্টরচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত