• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ঝিনাইদহে ভেজাল গুড় কারখানায় অভিযান, জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৫, ২৩:০৬
ছবি : আরটিভি

ঝিনাইদহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গোপন সংবাদের ভিত্তিতে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এ খালিদ হোসেনের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় ঝিনাইদহ সদরের মামুনশিয়া গ্রামে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট নওশিনা আরিফের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এস ট্রেডার্সের স্বত্বাধিকারী শিবলু হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঐতিহ্যবাহী যশোরের খেজুরের গুড়ের নামে ফেসবুক অনলাইন প্লাটফর্মে টিকটক ফুড অ্যান্ড কনজুমারস লি.-এর ব্যানারে অভিযুক্ত ব্যক্তি সারাদেশে ব্যবসা করে যাচ্ছেন।

এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার, নমুনা সংগ্রহ সহকারী সুরুজ হোসেন উপস্থিত ছিলেন। ১ হাজার ৯০ কেজি গুড় জব্দ করা হয় এবং ল্যাবে পরীক্ষার জন্য দুইটি নমুনা সংগ্রহ করা হয়।

পরে মহেশপুর উপজেলার ঐতিহ্যবাহী পুরাতন বিদ্যাপীঠ মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান পরিচালনা করা হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুকুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাধন সরকার, বিশেষ অতিথি ছিলেন মহেশপুর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. মোখলেছুর রহমান।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধামরাইয়ে ২ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা
কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
পরিবেশ দূষণবিরোধী অভিযানে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
ফসলি জমির মাটি কাটায় ৭ লাখ টাকা জরিমানা