সোনারগাঁয়ে ইসলামিয়া সিনিয়র মাদরাসার নবনির্বাচিত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা আলী হোসাইন আলীকে সংবর্ধনা দিয়েছেন মাদরাসার কর্তৃপক্ষ ও অভিভাবকরা।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা সাদিপুর ইউনিয়নের সাদিপুর ইসলামিয়া সিনিয়র মাদরাসার হলরুমে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাদিপুর ইসলামিয়া সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মুকবুল হোসেন, অত্র মাদরাসার সাবেক সভাপতি শাজাহান, মাদরাসার দাতা সদস্য এ এম এম মুসা, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শাহ আলম মোল্লা, মনির হোসেন, সুমন আহম্মেদ, আ. রহমান, মহিলা অভিভাবক সদস্য সোনিয়া আক্তার, শিক্ষক সদস্য আহাম্মদ উল্লাহ, আব্দুল মান্নান, সাইফুল আলম, ফাহমিদা আক্তার, সামসুউদ্দিন মাস্টার, কলতাপাড়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মো. ইব্রাহিম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এনামুল হক এনাম, আমির হোসেন, আওয়ামী লীগ নেতা জয়নাল প্রমুখ।