জমি নিয়ে দ্বন্দ্ব, থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সোনারগাঁয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জমির প্রকৃত মালিক ভুক্তভোগী অধ্যাপক ইয়ামিন ভূঁইয়া।
রোববার (১৯ জানুয়ারি) সকালে জামপুর কদমতলি এলাকায় এ সংবাদ সম্মেলন করেন।
ভুক্তভোগী অধ্যাপক ইয়ামিন ভূঁইয়া সংবাদ সম্মেলনে বলেন, ‘জামপুর মৌজায় আরএস ৩১৯নং দাগে ২৭ শতাংশ ৬৬ পয়েন্ট জায়গা তার ওয়ারিশ সূত্রে পেয়েছেন তিনি। সেই জমিটি স্থানীয় ভূমিদস্যু শহিদুল্লার সহযোগিতায় সন্ত্রাসী আনোয়ার ও আউয়াল গংরা জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভূমিদস্যুরা বিভিন্নভাবে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি ভূমিদস্যুরা তাদের জমি দখল করে জোরপূর্বক নির্মাণ সামগ্রী নিয়ে নির্মাণ কাজ করতে গেলে স্থানীয়রা বাধা দেন। পরে এলাকাবাসীর বাধার মুখে তারা তাদের মালামাল নিয়ে পালিয়ে যায়। তবে পরবর্তীতে এই ভূমিদস্যুরাই স্থানীয় থানায় গিয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া ও এমদাদুল হক দিপুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানি করছে।’
এ সময় সংবাদ সম্মেলনে এই ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
আরটিভি/এমকে
মন্তব্য করুন