মেহেরপুরে সপ্তাহের ব্যবধানে কমেছে কাঁচা মরিচের দাম
সপ্তাহের ব্যবধানে মেহেরপুর জেলায় পাইকারিতে প্রতিকেজি কাঁচা মরিচের দাম কমেছে প্রায় আড়াইশ টাকা। গত সপ্তাহে পাইকারিতে প্রতিকেজি কাঁচা মরিচের দাম উঠেছিল ৩৭০ টাকা পর্যন্ত। কিন্তু বর্তমানে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১১০ টাকায়।
শুক্রবার (২৬ জুলাই) জেলার পাইকারি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
কাঁচা মরিচের পাশাপাশি আজ আরও কমেছে সবজির দর। আজ পাইকারিতে প্রতিকেজি বেগুন ২০ টাকা, মিষ্টি কুমড়া ১৫ টাকা, পটল ১৪ টাকা, উস্তা ৫০ টাকা, মুখিকচু ৪০ টাকা, লাউ ১০ টাকা, পুঁইশাক ৫ টাকাসহ প্রায় সব সবজির দর কমতে শুরু করেছে। একইসঙ্গে অপরিবর্তিত রয়েছে আলু, পেঁয়াজ ও রসুনের দাম।
গাংনী কাঁচা বাজারের আড়তদার নাজমুল ইসলাম বলেন, জেলায় আবাদকৃত মরিচ উঠতে শুরু করায় দর স্বাভাবিক হচ্ছে। যে পরিমাণ মরিচ বাজারে আসছে তাতে দর আরও কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
একই বাজারের আড়তদার সাহাদুল ইসলাম বলেন, সারাদেশেই সবজি বেশি পরিমাণ উঠতে শুরু করেছে। বিশেষ করে বেগুন, পটল, মুখিকচু, পুঁইশাক ও লাল শাক ব্যাপক পরিমাণে পাওয়া যাচ্ছে। এতে বাজারের দর স্বাভাবিক হতে শুরু করেছে।
বাজার করতে আসা চেংগাড়া গ্রামের আসাদুল ইসলাম বলেন, কিছুদিন এমন অবস্থা ছিল যে ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছিল না। এখন তা ২০-৪০ টাকার মধ্যে খুচরা বাজারে কেনা যাচ্ছে। এতে সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি বিরাজ করছে।
মন্তব্য করুন