ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

মেহেরপুরে পিস্তল, গুলিসহ আটক ১ 

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ , ০২:৪২ পিএম


loading/img
ছবি: আরটিভি

বিদেশি পিস্তল ও গুলিসহ মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রাম থেকে লাল্টু বিশ্বাস নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী। 

বিজ্ঞাপন

শুক্রবার (১১ এপ্রিল) সকালে লাল্টু নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়। 

আটক লাল্টু বিশ্বাস (৪০) ধলা গ্রামের আক্কাস আলীর ছেলে। 

বিজ্ঞাপন

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, অস্ত্র উদ্ধারের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল লাল্টু বিশ্বাসের বাড়িতে অভিযান চালায়। অভিযানে মেড ইন ইউএসএ লেখা ১টি ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল, পিস্তলের ৩ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিনসহ লাল্টু বিশ্বাসকে আটক করে যৌথ বাহিনী। অস্ত্র আইনে মামলা দায়েরের লক্ষ্যে সকালেই লাল্টু বিশ্বাসকে অস্ত্রসহ গাংনী থানায় প্রেরণ করা হয়েছে। 

গাংনী থানার ওসি বানি ইসরাইল বলেন, লাল্টু বিশ্বাসের নামে থানায় মামলা দায়ের করে আজই মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে। 

প্রসঙ্গত, আটক লাল্টু বিশ্বাস কাথুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আজমাইন হোসেন টুটুলের ভাই। আজমাইন হোসেন টুটুল স্থানীয় বিএনপি নেতা। গত বছরের ১৭ নভেম্বর টুটুলকে নিজ বাড়ি থেকে একটি ওয়ান শুটারগান, বন্দুকের দুটি কার্তুজ, ত্রাণের কম্বল, সরকারি কৃষি প্রণোদনার বীজ, সার ও কয়েকটি সেলাই মেশিনসহ আটক করেছিল যৌথ বাহিনী। বেশ কিছুদিন হাজতবাসের পর বর্তমানে জামিনে রয়েছেন টুটুল। 

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |