ঢাকারোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বরিশাল ও খুলনায় ১৬ ঘণ্টা কারফিউ শিথিল রোববার

আরটিভি নিউজ

রোববার, ২৮ জুলাই ২০২৪ , ০২:৩১ এএম


loading/img
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে বিশৃঙ্খলা ও সহিংসতার প্রেক্ষাপটে  দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি রেখেছে সরকার। তবে বিগত কয়েকদিনে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় আগামীকাল রোববার (২৮ জুলাই) থেকে চলমান কারফিউ আরও শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে বরিশাল ও খুলনা জেলায় ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে এদিন। 

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুলাই) রাতে বরিশাল ও খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এ তথ্য। 

বরিশালের জেলা প্রশাসক শ‌হিদুল ইসলাম বলেছেন, ‘জেলায় সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। তবে রাত ১০টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কারফিউ বহাল থাকবে।’

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে বরিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশ ক‌মিশনার জিহাদুল ক‌বির বলেন, ‘রোববার নগরীতে ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। তবে রাত ১০টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। কারফিউ শিথিল থাকাকালীন শান্তি শৃঙ্খলা ও জন‌নিরাপত্তার স্বা‌র্থে সকল প্রকার গণজমায়েত, মি‌ছিল ও জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেছেন, খুলনা মহানগরী ও জেলায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় কারফিউ আরও শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় খুলনা জেলায় রোববার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |