ঢাকারোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

আরটিভি নিউজ

রোববার, ২৮ জুলাই ২০২৪ , ০৮:৫০ এএম


loading/img
ফাইল ছবি

যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুলাই) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন ওরফে খোকন (২৮) পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের হুদাপাড়া মহল্লার মৃত আব্দুল মুজিদের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি খোকনের মানসিক ভারসাম্যহীনতা দেখা দেয়। তবে বর্তমানে তিনি সুস্থ ছিলেন। শনিবার দুপুরে খোকনের সঙ্গে একই মহল্লার হারুনের ছেলে আশরাফের তুচ্ছ ঘটনার জেরে কথা-কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যায় আশরাফ, তার ভাই রেজা ও ভগ্নীপতি মালেক খোকনকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুলকার হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই খোকন মারা যান। বুকের বাম পাশে উপর্যুপরি ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |