• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, দুই পুলিশ প্রত্যাহার

আরটিভি নিউজ

  ২৮ জুলাই ২০২৪, ১৯:২২
ব্যবসায়ীর থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, দুই পুলিশ প্রত্যাহার
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে এক ব্যবসায়ীর থেকে মোবাইলফোন জব্দ করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে ২ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ওই দুই পুলিশ কর্মকর্তা হলেন, মাধবপুর থানার এসআই দ্বীন মোহাম্মদ ও এএসআই আব্দুল হাকিম।

রোববার (২৮ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আক্তার হোসেন।

পুলিশ সুপার বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে একজনের কাছ থেকে মোবাইলফোন ও টাকা-পয়সা নিয়েছেন এমন অভিযোগ পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে তাদের প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিয়ে যাচাই-বাছাই চলছে। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জানা যায়, মাধবপুর উপজেলার জগদীশপুর বাজারের আলী আহমদ আলতাফ অভিযোগ করেন, এসআই দ্বীন মোহাম্মদ ও এএসআই আব্দুল হাকিম ২৫ জুলাই তার ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কয়েকটি মোবাইলফোন জব্দ ও ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ছিনিয়ে নেন। ঘটনাটি জানতে পেরে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি পুলিশ সুপারকে জানান।

এর প্রেক্ষিতে শনিবার (২৭ জুলাই) রাতে ওই ২ পুলিশ কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোবাইল রেখে গরু নিয়ে পালিয়ে গেল চোর 
মোবাইল ইন্টারনেট নিয়ে সুখবর দিলো বিটিআরসি
মোবাইল-ইন্টারনেট সেবায় ভ্যাট প্রত্যাহার না করলে এনবিআর ঘেরাওয়ের হুঁশিয়ারি
১০০ টাকা মোবাইল রিচার্জে করই দিতে হবে ৫৬ টাকা ৩০ পয়সা