• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

টানা বৃষ্টিতে আশুলিয়ায় জনদুর্ভোগ চরমে

আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২৪, ১৯:৫৯
ছবি : আরটিভি

দিনভর টানা বৃষ্টিতে সাভারের আশুলিয়ার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।

স্থানীয়রা জানান, সারা বছর বৃষ্টির মৌসুম জুড়েই জলাবদ্ধতা থাকে শিল্প অধ্যুষিত এই এলাকায়। অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় বেশিরভাগ রাস্তাঘাট।

পোশাক শ্রমিক তাহেরা বলেন, বৃষ্টি হলেই ভোগান্তির শেষ থাকে না, হাটুপানি মাড়িয়ে অফিসে যেতে হয়।

ফল বিক্রেতা সোবহান বলেন, বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না বলেই তার দোকানের অধিকাংশ ফল অবিক্রীত রয়ে যাচ্ছে এবং ফল পচে যাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, কয়েক বছর যাবত এই রাস্তা বছরের অধিকাংশ সময়ই পানিতে তলীয়ে থেকে, ঘটে নানান দুর্ঘটনা।

এছাড়া, জামগড়া থেকে বাইপাইল রাস্তাটিতে পানি জমে থাকার কারণে গাড়ীগুলোও চলে ধীর গতিতে। এতে প্রায়ই তীব্র যানজটের কবলে পড়তে হয় যাত্রীদের।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ২ পুলিশ সদস্য গ্রেপ্তার
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আশুলিয়ায় পুলিশের ওপর হামলা, আটক ১৩