• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

টানা বৃষ্টিতে আশুলিয়ায় জনদুর্ভোগ চরমে

আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২৪, ১৯:৫৯
ছবি : আরটিভি

দিনভর টানা বৃষ্টিতে সাভারের আশুলিয়ার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।

স্থানীয়রা জানান, সারা বছর বৃষ্টির মৌসুম জুড়েই জলাবদ্ধতা থাকে শিল্প অধ্যুষিত এই এলাকায়। অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় বেশিরভাগ রাস্তাঘাট।

পোশাক শ্রমিক তাহেরা বলেন, বৃষ্টি হলেই ভোগান্তির শেষ থাকে না, হাটুপানি মাড়িয়ে অফিসে যেতে হয়।

ফল বিক্রেতা সোবহান বলেন, বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না বলেই তার দোকানের অধিকাংশ ফল অবিক্রীত রয়ে যাচ্ছে এবং ফল পচে যাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, কয়েক বছর যাবত এই রাস্তা বছরের অধিকাংশ সময়ই পানিতে তলীয়ে থেকে, ঘটে নানান দুর্ঘটনা।

এছাড়া, জামগড়া থেকে বাইপাইল রাস্তাটিতে পানি জমে থাকার কারণে গাড়ীগুলোও চলে ধীর গতিতে। এতে প্রায়ই তীব্র যানজটের কবলে পড়তে হয় যাত্রীদের।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশুলিয়ায় ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মিটার চুরি করে চিরকুট লিখে টাকা দাবি, গ্রেপ্তার ২
‘পোশাক খাতে স্থিতিশীলতা ফেরাতে কাজ করছে সরকার’
আশুলিয়ায় জুয়ার আসর থেকে গ্রেপ্তার ১০