• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

আশুলিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ শুরু

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২৫, ১৬:৪৩
আশুলিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ শুরু
ছবি : আরটিভি

সাভারের আশুলিয়ায় ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি গিয়ে নারী, পুরুষ ও হিজড়া জনগোষ্ঠীর ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ শুরু হচ্ছে আজ।

এ কাজে স্বচ্ছতার জন্য স্বশরীরে বাড়ি গিয়ে ভোটার তালিকা তালিকা সংগ্রহ করছেন তথ্য সংগ্রহকারীরা। এ ছাড়া কর্তন ভোটার তালিকা সংগ্রহ করে মৃত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কার্যক্রমও এই ভোটার হালনাগাদে তালিকাভুক্ত করা হবে।

২০০৮ সালের ১ জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম, যারা বাদ পড়েছেন, তাদের ভোটার তালিকাভুক্তি ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ এবং আবাসস্থল পরিবর্তনের কারণে স্থানান্তরের সুযোগ থাকবে এ হালনাগাদে।

নিবন্ধনের জন্য এবার ভোটারযোগ্য প্রায় ১৯ লাখ নাগরিকের তথ্য সংগ্রহ হতে পারে বলে মনে করছে ইসি।

সারাদেশে তথ্যসংগ্রহকারীসহ অন্তত ৬৫ হাজার লোকবল নিয়োজিত থাকবে এ কাজে।

এ কাজ বাস্তবায়নের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা তথ্য সংগ্রহ করছেন নির্দিষ্ট তথ্য সংগ্রহকারীরা।

প্রথমবারের মতো ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পেরে উচ্ছ্বসিত নতুন ভোটারা।

নতুন ভোটার নয়ন মিয়া বলেন, ‘আগে না থাকার কারণে নানা ঝামেলায় পড়তে হতো। এখন যেহেতু নতুন ভোটার আইডি কার্ড আমরা পেতে যাচ্ছি এতে করে আমরা ভোগান্তি থেকে মুক্ত হবো এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবো।’

এর আগে সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সঠিক তথ্যে ভোটার হবো, নির্বাচনে ভোট দেব’- স্লোগানে উদ্বোধন করা হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি। এরই মধ্য দিয়ে আজ থেকে সারাদেশে শুরু হলো ভোটার তালিকা হালনাগাদেরর কার্যক্রম।

এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারগণ হালনাগাদ কার্যক্রম নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং সুষ্ঠু ও নির্ভুল তথ্য নিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

পরে দুপুর ১২টায় সাভার উপজেলা পরিষদে বেলুন ও কবুতর উড়িয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে: সিইসি
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু আজ
আশুলিয়ায় বাসচাপায় নিহত ১
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু সোমবার