• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

কারাগারের টয়লেটে কয়েদির আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ আগস্ট ২০২৪, ১৫:৪৬
ছবি: আরটিভি

সিরাজগঞ্জ জেলা কারাগারে মেহেদী হাসান পাপ্পু নামে এক কয়েদি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৯ আগস্ট) বেলা সাড়ে এগারটার দিকে এ ঘটনাটি ঘটে।

পাপ্পু সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মাদক ও ভাঙচুর করার অপরাধে একাধিক মামলা রয়েছে।

সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপার এ এস এম কামরুল হুদা বলেন, শুক্রবার বেলা এগারটার দিকে টয়লেটে গিয়ে লাইলনের সুতা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মেহেদী হাসান। অন্য কয়েদিরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কারারক্ষীদের জানালে তাকে উদ্ধার করে দ্রুত শহীদ এম মনসুর আলী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেল সুপার আরও বলেন, গত ৩০ মে মাদক মামলায় গ্রেপ্তার হলে মেহেদীকে জেল হাজতে প্রেরণ করেন আদালত। দুইদিন আগে জেলখানা থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ায় এক ধরনের হতাশার সৃষ্টি হয়েছে কয়েদিদের মধ্যে। হতাশাগ্রস্ত হয়ে ওই কয়েদি আত্মহত্যা করেছে।

প্রসঙ্গত, গত বুধবার জেলা কারাগার থেকে পালানোর চেষ্টা করে কয়েদিরা। এসময় কারা অভ্যন্তরে ব্যাপক ভাঙচুর চালায় তারা।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদারীপুর জেলা আ.লীগের সভাপতি কারাগারে
ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে চিকিৎসকের আত্মহত্যা
গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
কবরস্থানে মিলল রিভলবার ও গুলি