ছাত্র আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী দোয়া ও সমাবেশ করেছে।
শুক্রবার (৯ আগস্ট) বিকেলে শহরতলীর সীমাখালী ব্রীজের নিচে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আউড়িয়া ইউনিয়ন শাখার আমির বেলাল হুসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আমির অ্যাড.আতাউর রহমান বাচ্চু। অন্যান্যের মধ্যে জেলা সেক্রেটারি মাওলানা মো.ওবায়দুল্লাহ কায়সারসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, আজকে যারা ধ্বংস, লুটপাট, অগ্নিসংযোগ করছে এরা কেউই কোনো দলের না। এরা সুবিধাবাদী লুটেরা। জামায়াতের নেতৃত্বে বিভিন্ন এলাকায় সংখ্যালঘুর বাড়ি ও মন্দির পাহারা দেওয়া হচ্ছে।
পরে জেলা আমির অ্যাড.আতাউর রহমান বাচ্চু ছাত্র আন্দোলনে নিহত শহীদ ও আহতদের জন্য দোয়া পরিচালনা করেন।