• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে রাখতে শিক্ষার্থীদের পরামর্শ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ আগস্ট ২০২৪, ১৮:৩৫
শিক্ষার্থী
ছবি: আরটিভি

বাজার নিয়ন্ত্রণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রতিটি দোকানে পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে রাখতে পরামর্শ দিয়েছেন শিক্ষার্থীরা। নোয়াখালী হাতিয়ায় বিভিন্ন বাজারে দোকানিদের সঙ্গে কথা বলে এই পরামর্শ দিয়েছেন তারা।

সোমবার (১২ আগস্ট) সকালে সাধারণ শিক্ষার্থী আসিফুর রহমান স্বজলের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি টিম হাতিয়া শহরের ওছখালী শাহাজান সুপার মার্কেটে কাঁচা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।

এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী প্রতিনিধিরা।

পরে শিক্ষার্থীরা ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটির তদারকি করতে সবজি, মুদি, মাছ-মুরগির দোকানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। প্রতিটি দোকানে মূল্য তালিকা রাখার বিষয়ে দোকানদারকে পরামর্শ দেন তারা।

ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী আসিফুর রহমান স্বজল বলেন, নতুন বাংলাদেশের নির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা কাঁচাবাজার, মাছ বাজার, আড়ৎ, পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের বিভিন্ন পণ্যের মূল্য পর্যবেক্ষণ করছি। সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো দ্রব্যের উচ্চ মূল্য। এ কারণেই আমরা হাতিয়ার বিভিন্ন বাজারে মনিটরিং চালিয়ে যাচ্ছি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩ স্থাপনার নাম বদলে দিলেন শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে নেচে-গেয়ে পাঠদান করেন শিক্ষকরা
লাইব্রেরি ও দুই হলের নাম পরিবর্তন করল ববি শিক্ষার্থীরা
শিক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন