• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবার মৃত্যু, ছেলে নিখোঁজ

ভোলা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২৪, ২২:২২
মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবার মৃত্যু, ছেলে নিখোঁজ
ছবি : সংগৃহীত

ভোলায় মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে সালাউদ্দিন মাঝি (৩৮) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন তার ছেলে শাহিন (১২)।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কোড়ারহাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি উপজেলার ধনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।

জানা যায়, দুপুরের পর সালাউদ্দিন মাঝি তার ছেলে শাহিনকে নিয়ে ধনিয়া ইউনিয়নের কোড়ার হাট সংলগ্ন মেঘনা নদীতে নৌকা নিয়ে মাছ শিকারে যায়। এ সময় বজ্রপাতে নৌকার মধ্যেই সালাউদ্দিনের মৃত্যু হয়। নৌকায় থাকা তার ছেলে শাহিন নদীতে পড়ে নিখোঁজ হয়।

এ নিহতের সত্যতা নিশ্চিত করেছেন ধনিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন মিঠু।

তিনি বলেন, নিহত সালাউদ্দিন মাঝি মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। তার ছেলেও নিখোঁজ রয়েছেন।

ভোলা সদর মডেল থানার ওসি মো. মিজানুর রহমান পাটওয়ারী বলেন, ‘বজ্রপাতে সালাউদ্দিন মাঝি নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাহাজে সাতজনকে হত্যা: সেই ইরফান গ্রেপ্তার
মেঘনায় সাত জনকে হত্যা: পরিকল্পিত হত্যাকাণ্ড, ধারণা পুলিশের
যুবলীগ নেতার পিটুনিতে তাঁতী দল নেতা হাসপাতালে
মেঘনায় ১০টি বাল্কহেড-ড্রেজারসহ আটক ৩৮