সাঁথিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১

পাবনা উত্তর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪ , ০৪:৪০ পিএম


সাঁথিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১
ছবি : আরটিভি

পাবনার সাঁথিয়ায়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবলু বিশ্বাস (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে পাবনা-ঢাকা-বগুড়া মহাসড়কের করমজা ইউনিয়নের ভীটাপাড়া নতুন ব্রিজের কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটে। 

নিহত বাবলু বিশ্বাসের বাড়ি সাঁথিয়া পৌরসভাধীন দাসপাড়াতে। সাঁথিয়া বোয়াইলমারী বাজারে তার সাইকেলের পার্টসের দোকান রয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বলেন, শাহজাদপুর থেকে একটি ট্রাক বেড়ার দিকে আসছিল অপরদিকে বেড়া থেকে শাহজাদপুরগামী যাত্রীবাহী একটি সিএনজি সিঅ্যান্ডবি থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভীটাপাড়া নতুন ব্রিজের কাছাকাছি এলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। আর পাঁচজনকে আহত অবস্থায় বেড়া হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

ওসি জয়নাল আবেদীন আরও বলেন, সিএনজি ও ট্রাক আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক পলাতক রয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে লাশ হস্তান্তর করা হবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission