• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

সাঁথিয়ায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

পাবনা উত্তর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৫, ২৩:৪৭
সাঁথিয়ায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন
ছবি : আরটিভি

পাবনার সাঁথিয়ায় পূর্ব বনগ্রামে সাবেক স্বামী বাপ্পি ছুরিকাঘাত করে ডিভোর্সী স্ত্রী বৈশাখীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার পুস্পপাড়া পূর্ব বনগ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত বৈশাখী (২৬) ওই গ্রামের আকরাম সরদারের মেয়ে। হত্যাকারী পাষন্ড স্বামী বাপ্পি পাবনা সদর থানাধীন মন্দিরপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

আতাইকুলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, পাবনার আতাইকুলা থানাধীন পূর্ব বনগ্রামে মাস খানেক আগে ডিভোর্স হওয়া নিহত বৈশাখী বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। শুক্রবার বিকেলে সাবেক স্বামী বাপ্পি সন্তানকে নিতে ওই বাড়িতে আসেন। এ সময় স্বামী ও স্ত্রী দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে পাষন্ড স্বামী বৈশাখীকে বুকে ও পিঠে চাকু দিয়ে আঘাত করেন। এতে বৈশাখীর প্রচন্ড রক্তক্ষরণ হয়। পরে স্বজনরা তাকে দ্রুত হাসপাতোলে নেওয়ার পথে মারা যান বৈশাখী।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ডেপুটি স্পিকার টুকুর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ
আবাসিক ভবন থেকে লাফিয়ে রুশ নারীর মৃত্যু
পাবনায় মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত
রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসক পাবনায় উদ্ধার