ঢাকাশনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ছাত্র আন্দোলনে নিহত সাইমনের পরিবারের পাশে বিএনপি

সন্দ্বীপ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ৩১ আগস্ট ২০২৪ , ০১:২৬ পিএম


loading/img
ছবি : আরটিভি

চট্টগ্রামের বহদ্দারহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাইমনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল।

বিজ্ঞাপন

শনিবার (৩১ আগস্ট) সকালে সস্ত্রীক নিহত সাইমনের মাকে দেখতে যান তিনি। এ সময় সাইমনের মাকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন বিএনপির এই নেতা।

এ সময় সাইমনের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন মোস্তফা কামাল পাশা বাবুল।

বিজ্ঞাপন

তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা গণহত্যা করে এদেশে অনেক পরিবারকে নিঃস্ব করেছে। হাজারও মায়ের বুক খালি করেছে। খুনি হাসিনার বিচার এদেশের আপামর জনসাধারণ করবে। নিহত সাইমনের পরিবারকে সরকারিভাবে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক আশ্রাফ উল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হান্নান, মোস্তফা কামাল পাশা বাবুলের সহধর্মিণী নারী নেত্রী ফাতেমা পাশাসহ অনেকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |