নরসিংদীতে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা 

আরটিভি নিউজ

রোববার, ০১ সেপ্টেম্বর ২০২৪ , ০৯:২৯ এএম


নরসিংদীতে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা 
ছবি : সংগৃহীত

নরসিংদীতে মৎস্যজীবী লীগ নেতা লিজন মোল্লাকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বিজ্ঞাপন

শনিবার (৩১ আগস্ট) রাত ১২টায় পৌর শহরের বাসাইল শাহী ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

তিনি বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে ও জেলা মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য। তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজিসহ ১৬টি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, লিজন মোল্লা একটি ট্রমা সেন্টারে কাজ করতেন। শনিবার রাতে ট্রমা সেন্টারে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে ঈদগাহ মাঠে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ছাড়া তার মোটর সাইকেলটিতেও আগুন লাগিয়ে দেয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক লিজনকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল কবির আরিফ বলেন, ‘লিজন মোল্লাকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে।’

বিজ্ঞাপন

নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ বলেন, ‘লিজন মোল্লাকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে জানা যায়নি। তার বিরুদ্ধে নরসিংদী সদর থানাসহ বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission